প্রকাশিত: Sat, Jan 21, 2023 5:48 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:27 PM

দেশের দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী: জাপা মহাসচিব

শাহীন খন্দকার : মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজী, টেন্ডারবাজী আর স্বজন প্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামীলীগ ও বিএনপি দায়ী। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি নেতা মো. খলিলুর রহমান খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মজিবুল চুন্নু বলেন, ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ পল্লীবন্ধুর উন্নয়ন ও সুশাসনের রাজনীতি ফিরে পেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই, জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় জাতীয় পার্টির নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহরিুল ইসলাম জহির, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হারুন অর রশীদ, এমএ কুদ্দুস খাসহ প্রমুখ। সম্পাদনা: খালিদ আহমেদ